কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বিষ্ণুপুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
তারালী ও বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যকার এই খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে তারালী ইউনিয়নকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিষ্ণুপুর ইউনিয়ন।
খেলায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা ক্রীড়া সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ।
খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম এবং সহকারি হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও সোহাগ।
কালিগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে বিষ্ণুপুর চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/