Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ‘গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। এভিসিবি-২ প্রকল্পের কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী শওকত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাহাবুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনোজিত কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার জেসিয়া জামান, প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ইউএনডিপি) এসএম রাজু জবেদ, প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দিন প্রমুখ।
কর্মশালায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব, অধিকার, গ্রাম আদালতের বিচারিক প্যানেলে সদস্য হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রে বাঁধা এবং বাঁধাসমূহ উত্তরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version