সেপ্টেম্বর ১০, ২০১৮
কালিগঞ্জে গাছের চারা বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি সংস্থা সুশীলন সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় রিজার্ভ তহবিল থেকে সদস্যদের মাঝে ৫ হাজার ৩ শ’ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সুশীলনের কালিগঞ্জ কার্যালয়ে ১৭৫জন সদস্যের মাঝে ৮৫০টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুশীলন কার্যালয়ে উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বন কর্মকর্তা আওছাফুর রহমান। সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার মন্ডল, শুভ সকাল এর উপজেলা সভানেত্রী রুমানা খানম, ইছামতি মহিলা সমিতির সম্পাদিকা শাহানারা পারভীন ও নুরুন্নাহার প্রমুখ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ৩০ লক্ষ শহীদের জন্য ৩০ লক্ষ বৃক্ষ রোপণের অংশ হিসেবে সুশীলন ১১টি শাখা অফিসের মাধ্যমে ১ হাজার ৩৯ জন সদস্যের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 8,771,787 total views, 3,510 views today |
|
|
|