Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আওয়ামী লীগের বিশাল জনসভা

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনা সরকারের ১০ বছরের উন্নয়ন, সাফল্য ও অগ্রগতি প্রচারে কালিগঞ্জে আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। এ সরকারের সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন শুধু দেশের মানুষের কাছে নয়, বিদেশেও প্রশংসা পেয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করে সরকার দেখিয়ে দিয়েছে এই সরকারের পক্ষে সবই সম্ভব। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গুরুত্বপূর্ণ সব প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু প্রমুখ।
জনসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জী, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক (একাংশ) সালাউদ্দীন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিররুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী ফাতেমা ইসলাম রিক্তা, উপজেলা মেম্বর অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুজ্জামান, তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আশরাফুল ইসলাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version