Site icon suprovatsatkhira.com

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ইউএনও মনিরা পারভীনের বিদায় সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ এবং রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা ও কলারোয়া সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক কামরুল ইসলাম সাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন আবেগাপ্লুত অশ্রæশিক্ত নয়নে কলারোয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, আরিফুল হক চৌধুরী, গোলাম রসুল, ফারুক হোসেন, আয়ুব হোসেন, মোজাফ্ফর হোসেন পলাশ, মোজাহিদুল ইসলাম, তাজউদ্দীন রিপন, মিল্টন কবীর, মাও. ফারুক হোসেন, এমএ সাজেদ প্রমুখ। অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএম জাকির হোসেন ও এমএ আজিজ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version