Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি, সাজ সাজ রব

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসছে ৮ অক্টোবর, সোমবার মহালয়ের মধ্যে দিয়ে মর্তলোকে মায়ের বাড়ি হতে দোলায় চড়ে দুর্গা দেবীর পৃথিবীতে আগমন ঘটবে। তাই কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডবে চলছে সাজ সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দেবী দুর্গার গায়ে রং-তুলির আচড় দেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, কলারোয়া উপজেলার ৪২টি ম-পে দেবীর মূল অবয়ব গড়ে তোলা হয়েছে। এখন চলছে রং-তুলির কাজ। মাটির প্রলেপ শেষে মাতৃ রূপকে আপন মনের মাধুরী মিশিয়ে সবচেয়ে বেশি আকর্ষণীয় করতে প্রতিমা শিল্পীদের কাজের বিরাম নেই।
উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৫টি পূজা ম-প ঘুরে দেখা গেছে, প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। দেয়াড়া ঘোষপাড়া গোবিন্দ মন্দিরে দেখা যায়, দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী শ্রী সুশেন সরকার রং-তুলির আঁচড়ে মাটির আকৃতিতে পূর্ণাঙ্গ দেবীতে রূপান্তর করছেন।
উপজেলায় সবচেয়ে বেশি প্রতিমা নিয়ে ম-প তৈরি করা হয়েছে দেয়াড়া ঘোসপাড়া সমীরনের বাড়িতে। এখানে মোট প্রতিমার সংখ্যা ১৫১টি। এ বছর উপজেলার ৪২টি পূজাম-পের মধ্যে দেয়াড়া ঘোষ পাড়ার সমীরন ঘোষের দুর্গাপূজা ম-পটি শ্রেষ্ঠত্বের দাবি রাখে বলে জানান দুর্গাপূজা ম-পের সভাপতি অনিমেষ ঘোষ ও কোষাধ্যক্ষ দিলিপ ঘোষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version