কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি, তৃতীয় ফেজ) শীর্ষক প্রকল্পের জোনাল অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে নিয়োগপ্রাপ্ত তালা উপজেলার ১১জন ও কলারোয়া উপজেলার ১৩জন জোনাল অফিসার অংশ নেন। উপজেলাব্যাপী প্রতিটি পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে ডাটাবেইজ তৈরির লক্ষ্যে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের (১৫-১৭ সেপ্টেম্বর) আয়োজন করা হয়েছে।
এনএইচডি প্রকল্প, পরিসংখ্যান ব্যুরো ও তথ্য বিভাগের আয়োজনে এবং টিএমএসএস’র সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) তহমিনা খাতুনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা ও শুমারি পরিচালক আইয়ুব হোসেন, উপজেলা পরিসংখ্যান ও শুমারি কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, তালা শুমারি সমন্বয়কারী আব্দুল আজিজ, টিএমএসএস প্রতিনিধি আহাদুল ইসলাম প্রমুখ।