সেপ্টেম্বর ১৩, ২০১৮
কলারোয়ায় ‘নো হেলমেট, নো পেট্রোল’ কর্মসূচি
মোজাহিদুল ইসলাম, কলারোয়া: সড়ক দুর্ঘটনারোধ ও ট্রাফিক আইন মানাতে ‘নো হেলমেট, নো পেট্রোল’ ¯েøাগানে ব্যতিক্রমী কার্যক্রম চালু করে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ পুলিশ। সারা দেশের সাথে তাল মিলিয়ে কলারোয়ায়ও চলছে ‘নো হেলমেট, নো পেট্রোল কর্মসূচি’। আর অভিনব এ কৌশল ব্যবহার করে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনারোধ ও ট্রাফিক আইনের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে কলারোয়া থানা পুলিশ। 8,772,477 total views, 4,200 views today |
|
|
|