Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত জেহের আলী সরদারের ছেলে হযরত আলী (৪০) ও একই উপজেলার নাথপুর গ্রামের আবু সিদ্দিক সরদারের ছেলে শফিকুল ইসলাম (২৫)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হযরত আলীকে উপজেলার ঝাপাঘাট গ্রামের সিরাজুলের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অপরদিকে, একই দিন রাতে থানা পুলিশের অপর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাবাড়ীয়া টু গয়ড়া পাকা রাস্তার পাশের বুজতলা নামক বাজারে কাঠের দোকানের ভিতর থেকে ২১ পিস ইয়াবাসহ শরিফুল ইসলামকে আটক করে। আটককৃতদের দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version