Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন, উপজেলার মানিক নগর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মজিদ, গাজনা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল খালেক সানা এবং রাজনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে কামরুজ্জামান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহমেদ জানান, পুলিশের একটি দল বুধবার অভিযান চালিয়ে উপজেলার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে তাদের গ্রেফতার করে।
তিনি আরও বলেন, বিস্ফোরকদ্রব্য আইনে ১৩ জনকে এজহারভুক্ত আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৪/১৮ তারিখ- ১২/০৯/২০১৮।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version