কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।
রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, সেলিনা আনোয়ার ময়না, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল এবং পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন পদোন্নতি পেয়ে চুয়াডাঙ্গায় এডিসি পদে বদলি হয়েছেন।
কলারোয়ায় ইউএনও মনিরা পারভীনের বিদায় সংবর্ধনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/