Site icon suprovatsatkhira.com

কপোতাক্ষ পাড়ে দুই লক্ষ তাল বীজ বপন কর্মসূচি উদ্বোধন

তালা প্রতিনিধি: তালার কপোতাক্ষ নদের তীরে দুই লক্ষ তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা সেতু বাংলাদেশের আয়োজনে উপজেলার গোনালী খেয়াঘাট সংলগ্নে কপোতাক্ষ নদের তীরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেতু বাংলাদেশ’র পরিচালক মো. আবুল হোসেন। এসময় খলিলনগর ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও সহকারি কমিশনার (ভ‚মি) অনিমেষ বিশ্বাস। এসময় অরো উপস্থিত ছিলেন, শুভাষিনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মাওলানা আবুল কালাম, ইউপি সদস্য প্রকাশ দালাল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version