জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি: কপিলমুনির পার্শ্ববর্তী লতা ইউনিয়নে শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও সবুজ বৃক্ষ বিতরণ ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় পাইকগাছা উপজেলার উলুবুনিয়া নদীতে পুটিমারী তরুণ সংঘের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে জয় মা বাইচের নৌকা, দ্বিতীয় স্থান লাভ করে পঙ্খীরাজ বাইচের নৌকা, তৃতীয় স্থান লাভ করে কালীপদ বাইচের নৌকা।
এসময় পুটিমারী তরুণ সংঘের সাধারণ সম্পাদক পলাশ বাছাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং লতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা থানা যুবলীগের সাধারণ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং লতা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য।
অন্যান্যেরদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অজয় কুমার রায়, ইউপি সদস্য আলমঙ্গীর খলিফা, কৃষ্ণ রায়, আজিজুর বিশ্বাস, বিমল সরদার, অনাথ বন্ধু ম-ল, কালিপদ বিশ্বাস, প্রণব বিশ্বাস, বাকের কাগজী, নিরাপদ ম-ল, প্রাণকৃষ্ণ ম-ল, পরিমল চন্দ্র বৈদ্য প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
কপিলমুনির লতায় নৌকাবাইচ প্রতিযোগিতা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/