জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি: পাইকগাছার কপিলমুনিতে কোন প্রকার ঘোষণা ছাড়াই তাৎক্ষণিক দোকানে টানানো চান্দুয়া (সামিয়ানা) অপসারণে চরম দুর্ভোগে পড়েছে ব্যবসায়ীরা। আকস্মিক এমন অবস্থা দেখে হতচকিত হয়ে পড়েন ব্যবসায়ী ও এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ভূমি অফিসের নায়েবের এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ীরা একত্রিত হয়ে সকল প্রকার দোকানপাট বন্ধ করে মানববন্ধন ও ব্যাপক পরিসরে আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছিল।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় কপিলমুনি ভূমি অফিসের নায়েব জাকির হোসেন অফিস স্ট্যাফ ও ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) রফিকুল ইসলামকে সাথে নিয়ে বাজারের কাপড় চাঁদনীতে অবৈধভাবে ইট দিয়ে দোকান ঘর তৈরির প্রাক্কালে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে বাজারের অলি-গলিতে অবস্থিত বিভিন্ন প্রকার ব্যবসায়ীদের দোকানের সামনে রোদ ও বৃষ্টির পানি ঠেকানোর জন্য টানানো কাপড় ও পলিথিন দিয়ে তৈরি চান্দুয়া অপসারণ কার্যক্রম শুরু করেন। তখন দোকানের পণ্য সামগ্রী বিক্রিতে ব্যস্ত দোকানীরা আকস্মিকভাবে এমন অবস্থা দেখে হতচকিত হয়ে পড়েন। ঘোষণা ছাড়া হঠাৎ করে নায়েবের এমন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছেন বাজারের ব্যবসায়ীরা।
এ ব্যাপারে বাজারের বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ীরা বলেন, প্রখর রোদ ও বৃষ্টির হাত থেকে তাৎক্ষণিক রক্ষা পেতে প্রতিটি দোকানের সামনে আমরা কাপড় ও পলিথিন দিয়ে চান্দুয়া তৈরি করে টানিয়ে রেখেছি। পাশাপাশি বাজারের দোকানগুলোতে কেনাকাটার জন্য আসা ক্রেতাদের সুবিধার্থে আমাদের এমন আয়োজন। তবে হঠাৎ করে চান্দুয়াগুলো অপসারণ করায় এ বর্ষা মৌসুমে দোকানদারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সর্বশেষ ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে বাজারের সকল প্রকার ব্যবসায়ীরা। এ ব্যাপারে রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনি বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও সচেতন মহল তহশীলদার জাকির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনেরও প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে তহশীলদার জাকির হোসেনের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার রিং দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ ব্যাপারে কপিলমুনি হাট ও বাজার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার বলেন, চান্দুয়া অপসারণের বিষয়টি তার জানা নেই।
প্রসঙ্গত, তহশীলদার জাকির হোসেন কপিলমুনিতে যোগদানের পর থেকে সদরের কোটি কোটি টাকার সম্পত্তি বে-দখলসহ পেরিফেরিভুক্ত বহু সম্পত্তিতে গড়ে তোলা হয়েছে ঢালাই ছাদের পাকা ইমারত। অধিকাংশ ক্ষেত্রে একসনা বন্দোবস্ত নিয়ে তদস্থলে পাকা ইমারত নির্মাণের ঘটনা ঘটেছে বহুবার।
কপিলমুনিতে ঘোষণা ছাড়াই চান্দুয়া অপসারণে দুর্ভোগে ব্যবসায়ীরা, আন্দোলনের প্রস্তুতি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/