Site icon suprovatsatkhira.com

ওস্তাদ ইয়াছিন হোসেন আর নেই

তালা প্রতিনিধি: তালা শিল্পকলা একাডেমিসহ একাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সঙ্গীত শিক্ষক, সুরকার, গীতিকার, নাট্যকার মুক্তিযোদ্ধা ওস্তাদ মো. ইয়াছিন হোসেন (৭০) আর নেই (ইন্না লিল্লাহি……রাজেউন)।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীমন্তকাঠি গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শনিবার সকাল ১১টায় শ্রীমন্তকাঠি গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওস্তাদ ইয়াছিন হোসেনের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাস্টার এম. মইনুল ইসলাম, তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version