এস.এম নাহিদ হাসান: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় শতভাগ বিদ্যুতায়নের পথে সাতক্ষীরা সদর উপজেলা। ইতোমধ্যে সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে শতভাগ বিদ্যুতায়নের এই কর্মযজ্ঞ। এ লক্ষ্যে নিরলস কাজ করছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি।
সাতক্ষীরা সদর উপজেলার পার মাছখোলা, আমতলা, রায়পুর, কুশোডাঙ্গা, ভাটপাড়া, বল্লী, বাগডাঙ্গী, নারায়নপুরসহ বিদ্যুৎহীন গ্রামগুলো কঠিন দুর্দশা কাটিয়ে এখন আলোর মুখ দেখেছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ২৬৩টি গ্রামের মধ্যে ১৮০টি গ্রাম পূর্ণাঙ্গভাবে বিদ্যুতায়নের আওতায় এসেছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে বাকি ৮৩টি গ্রাম বিদ্যুতায়নের আওতায় আনতে কাজ চলছে পুরোদমে।
সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলায় বর্তমানে ৭৪ হাজার ৪৭৯টি গ্রাহক বিদ্যুতের সুবিধা ভোগ করচে। এর মধ্যে ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সাল পর্যন্ত নতুন ৬ হাজার ৭৯০টি গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এরপর ২০১৪ সাল থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত নতুন আরও ৪২ হাজার ১২৩ টি গ্রাহক সংযোগ দেওয়া হয়। আর মাত্র ৭ হাজার ৭৩০টি সংযোগ দিতে পারলেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে সাতক্ষীরা সদর উপজেলা।
এদিকে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি উপজেলাব্যাপী শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে উল্লিখিত সময়ে নতুন ১ হাজার ২৯৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে। বাকী ২৯৭ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ চলছে পুরোদমে।
লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া মুক্তার আলী বলেন, বর্তমান সরকারের সময় আমরা নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে খুব খুশি। এখন আর বিদ্যুতের জন্য কষ্ট নেই। ছেলেমেয়েরা বিদ্যুতের আলোয় পড়াশুনা করছে।
বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের নতুন গ্রাহক মো. রবিউল ইসলাম গাজী বলেন, আমি আমার পরিবারসহ গ্রামের মানুষ নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে খুব খুশি। আগে অসহ্য গরমের মধ্যে দিন পার করতে হতো। কিন্তু বিদ্যুৎ এসে সেই কষ্ট দূর হয়ে গেছে। আধুনিক সব ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করতে পারছি। গোটা গ্রাম এখন আলোকিত।
এ ব্যাপারে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস বলেন, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সহযোগিতায় সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার জন্য দ্রæত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে। গ্রামে গ্রামে চলছে কর্মযজ্ঞ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে।
এ ব্যাপারে সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সুপ্রভাত সাতক্ষীরাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু আমার উপজেলা না, সমগ্র সাতক্ষীরা জেলায় ১০০% বিদ্যুৎ দিয়ে মানুষের কষ্ট দূর করবো। বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ডিসেম্বরের শেষে আমরা লক্ষ্যে পৌঁছে যাবো।
এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় শতভাগ বিদ্যুতায়নের পথে সাতক্ষীরা সদর উপজেলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/