Site icon suprovatsatkhira.com

এডিএস প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি হেদায়েত, সম্পাদক ছালেক

ফিংড়ী প্রতিনিধি: আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর সম্মিলিত এডিএস প্রেসক্লাবের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক পত্রদূতের শেখ হেদায়েতুল ইসলামকে সভাপতি, দৈনিক কাফেলার আবু ছালেককে সাধারণ সম্পদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার জি.এম আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ব্যাংদহা বাজারস্থ এডিএস প্রেসক্লাবের হলরুমে এ কমিটি গঠন করা হয়। প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রিয়াজুল ইসলাম, রশীদুল আলম, আবু ছালেক, আব্দুল মুজিদ, জিএম আজিজুল ইসলাম, মাসুম বাবুল প্রমুখ। এসময় ২ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রানা, আলমগীর কবির মুকুল, রাবিদ মাহমুদ চঞ্চল, যুগ্ম-সম্পাদক মাসুম বাবুল, কোষাধ্যক্ষ প্রভাষক আব্দুল মুজিদ, ক্রীড়া সম্পাদক সেকেন্দার আবু জাফর, প্রচার সম্পাদক শেখ খাবিরুল্লাহ, সাহিত্য সম্পাদক সমীর ঘোষ, দপ্তর সম্পাদক শেখ ফয়সাল আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম ও ইহছাক আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version