‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ এই শ্লোগান কে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের আয়োজনে রবিবার রাত ৮টায় মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সাধারণ সম্পাদক হুমাইন কবীর হান্টুর সঞ্চালনায় এবং সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
তিনি বলেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। বিগত নির্বাচনে প্রধানমন্ত্রী যে নির্বাচনী ওয়াদা করেছিলেন তার সিংহভাগ বাস্তবায়ন হয়েছে। এছাড়া পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, বিনামূল্যে শিক্ষার্থীদের বই প্রদান, মাতৃত্বকালীন ভাতা প্রদান, ও মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, গরীব ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সমুদ্র বিজয় ও পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ রাস্তা-ঘাট-কালভার্ট-ব্রিজ নির্মাণসহ দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
বৈঠকে আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিকে মেহেদী, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের সহ-সভাপতি অলিউর রহমান, হেলাল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্রহাম লিংকন, মথুরেশপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি সুমন ঘোষ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: সাঈদ মেহেদী
https://www.facebook.com/dailysuprovatsatkhira/