Site icon suprovatsatkhira.com

উচ্চ ফলনশীল আমন ধানের মাঠ পরিদর্শনে বিনা কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট: বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকাল সম্পন্ন আমন ধানের মাঠ পরিদর্শন ও চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (সিসিটিএফ) সহযোগিতায় ভোমরা ইউনিয়নের হাড়দ্দহ আদর্শ গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবিরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার ড. বীরেশ কুমার গোস্মামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, প্রধান পরিকল্পনা ও উদ্ভিদ কোষ এমএসও ড. মো. কামরুজ্জামান, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপু, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নুরুল আমিন, কৃষক আব্দুর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পরমাণু কৃষি গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সহনশীল জাত, প্রযুক্তি উদ্ভাবন ও বিভিন্ন অঞ্চলে অভিযোজনের ধারায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (সিসিটিএফ) অর্থায়নে, সাতক্ষীরার অনেক জমিতে বিনা ধান-১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে। অল্প জমিতে স্বল্প সময়ে এ ধান চাষাবাদ করা যায় এবং ফলনও বেশি। তাই দিন দিন কৃষকরা এ ধান চাষে অগ্রহী হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version