Site icon suprovatsatkhira.com

উইপোকার পেটে দিনমজুরের ১০ হাজার টাকা!

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার নওয়াপাড়ার আস্কারপুরে এক দিনমজুরের মাটির ভাড়ে পুতে রাখা ১০ হাজার টাকা উইপোকায় খেয়ে ফেলেছে।
ঘটনাসূত্রে জানা যায়, আস্কারপুরের রাশিদা খাতুন পেশায় একজন দিনমুজুর। কাজ করে অর্জিত অর্থের একটি অংশ তিনি নিজ বাড়িতে সঞ্চিত করে রাখতেন। স্বামী ও সন্তানদের আড়ালে তিনি এই টাকা মাটির ভাড়ে রেখে মাটিতে পুঁতে রাখতেন। যাতে সঞ্চয় করা টাকা বিপদের দিন সংসারের কাজে লাগাতে পারেন। হঠাৎ তার ছোট মেয়ের অপরেশনের জন্য তিন হাজার টাকার দরকার পড়ে। মেয়ে জামাই বাড়িতে আসলে তিনি মাটি খুঁড়ে টাকা তুলতে গিয়ে দেখেন ভাড়ের ভিতর মাটিতে ভরে গেছে। দ্রæত ভাড়টি তুলে বাহিরে এনে দেখেন তার গচ্ছিত সব টাকা উইপোকায় খেয়ে ফেলেছে। সারাজীবনের গচ্ছিত টাকা উইপোকার পেটে চলে গেলো বলতেই হাউ মাউ করে কেঁদে ওঠেন তিনি।
তার স্বামী আহম্মদ আলী বলেন, আমি জানতাম না সে এই পদ্ধতিতে টাকা রেখে দিত। আজ জানতে পারলাম উইপোকায় সব টাকা সাবাড় করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আরিজুল ইসলাম বলেন, তাদের কান্নার আওয়াজ শুনে ছুটে আসি। এসে উইপোকা ও টাকার কুচানো অংশ দেখতে পায়।
এ দিকে, টাকার শোকে ওই নারী দিনমজুর পাগল প্রায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version