Site icon suprovatsatkhira.com

ঈশ্বরীপুরে যানবাহন চালক ও চিংড়ি ব্যবসায়ীদের মতবিনিময়

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে যানবাহন চালক ও চিংড়ি ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বংশীপুর বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শোকর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার। এসময় তিনি বলেন, চালক ভাইদের অদক্ষ ও অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে । সেজন্য সকলকে সাবধানতাসহ সঠিক নিয়ম মেনে গাড়ি পার্কিং করতে হবে। চিংড়ি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিদেশিদের কাছে চিংড়ির গ্রহণযোগত্যা বৃদ্ধি করতে হবে। তাই আপনারা কোন প্রকার পুশকৃত চিংড়ি কেনা বেচা করবেন না। যদি কোন ব্যবসায়ীদের নামে এধরণের কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় আরও বক্তব্য রাখেন, এসআই আনিসুর রহমান, ইউপি সদস্য আজিজুর হক। এসময় ইউপি সদস্য সোবাহান সরদার, রীরেন্দ্রনাথ বিশ্বাস, হালিমা, কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ফারুক হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version