Site icon suprovatsatkhira.com

ইসলামকাটি যুবদলের সহ-সভাপতিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে নিন্দা

তালা প্রতিনিধি: তালা উপজেলার ৭নং ইসলামকাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমানকে কেন্দ্র করে দলের মধ্যকার একটি গ্রæপ বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিদাতারা হলেন, ইউনিয়ন বিএনপির’র সভপতি খান রেজাউল করিম, সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মহিদুজ্জামান মধু, সহ-সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ।
বিবৃতিতে জানানো হয়, ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের হারুন শেখের ছেলে মো. হাবিবুর রহমান বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী। ছাত্র জীবনে সে জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল এবং বর্তমানে সে যুবদলের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি। তাকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য দলের মধ্যকার একটি গ্রæপ নানান অপপ্রচার চালাচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version