নুরুল হুদা: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জাপা নেতা কেএম মোশারফ হোসেন হত্যাকা-ের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় পার্টি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় তথ্য উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, যুগ্ম সম্পাদক খালিদুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. মাহাবুবুর রহমান, আনোয়ার জাহিদ তপন, আবদুল্লাহ আলিম বাবু, মো. কামরুজ্জামান, কায়সারুজ্জামান হিমেল, আকরাম হোসেন বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, মোশারফের ঘাতক ও নেপথ্য মদদদাতাদের গ্রেফতার করতে হবে। এধরনের রাজনৈতিক হত্যাকা- আর যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানান তারা।
তারা বলেন, জনপ্রিয় চেয়ারম্যান মোশারফ হত্যাকা-ের পর থেকে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে নেতৃবৃন্দ এ ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা।
প্রসঙ্গত, চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনকে গত ৮ সেপ্টেম্বর রাতে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় মুখোশধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইউপি চেয়ারম্যান মোশারফ হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/