Site icon suprovatsatkhira.com

আসামি জলিলের মৃত্যুতে কৃষ্ণনগরে শান্তি সমাবেশ

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার প্রধান আসামি আব্দুল জলিল গাইন গণপিটুনিতে নিহত হওয়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমী মাঠে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান মোল্লার সভাপতিত্বে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কালিগঞ্জ থানা (তদন্ত) ওসি মো. রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ মেহেদী, অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, মাওলানা মো. মাছুম বিল্ল¬াহ (সুজন), আ. আজিজ গাইন, মাওলানা আইয়ুব হোসেন প্রমুখ।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, চেয়ারম্যান মোশাররফ হত্যাকা-ের শিকার হওয়ায় কৃষ্ণনগর ইউনিয়নবাসী অভিভাবকহীন হয়ে পড়লো। তার জনপ্রিয়তা ছিল লক্ষ্যণীয়।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রয়াত কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফের জন্য আর্থিক অনুদান প্রদানের অনুরোধ জানান। এদিকে, মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আ. জলিল গাইনের গণপিটুনিতে নিহত হওয়ায় কৃষ্ণনগর তথা কালিগঞ্জ শ্যামনগর উপজেলার জনমনে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version