Site icon suprovatsatkhira.com

আশাশুনির শতবর্ষী আব্দুর রহিমের জীবনাবসান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির ১১০ বছর বয়সি প্রবীণ ব্যক্তি বুধহাটা গ্রামের মৃত জহিরউদ্দীন সরদারের ছেলে আব্দুর রহিম সরদার ইন্তেকাল করেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিগত জীবনে ধর্মপ্রাণ আব্দুর রহিম বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা, বুড়োপীর’র দরগায় জমি দান, ঈদগাহ নির্মাণসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় সামর্থ অনুযায়ী অনুদান প্রদান করেছেন।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাও. ইলিয়াস সরদার।
জানাজা শেষে বুধহাটা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, কওছারিয়া দাখিল মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version