Site icon suprovatsatkhira.com

আশাশুনির বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাকের জীবনাবসান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রমেশ চন্দ্র বসাক (৬৭) এর জীবনাবসান হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রমেশ চন্দ্র বসাক বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত অভয় চন্দ্র বসাকের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় বসাকের ছোট ভাই।
জাসদ নেতা রমেশ চন্দ্র বসাক মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। আমৃত্যু তিনি আশাশুনি প্রেস ক্লাবের উপদেষ্টা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাককে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকশ দল। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ডেপুটি কমান্ডার আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, আশাশুনি প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। পরে গাজীরমাঠ গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version