Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ভ্যানচালক সমিতির উদ্যোগে গাছের চারা বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছের চারা বিতরণ করেছেন কোদন্ডা-আদালতপুর ভ্যানচালক সমবায় সমিতি। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর ইউনিয়নের আমতলা মোড়ে এই চারা বিতরণ করা হয়।
এসময় সমিতির সভাপতি হোসেন আলী সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছের কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে সুস্থ রাখতে ও নিজেকে পৃথিবীর বুকে স্মরণীয় করে রাখতে প্রত্যেকে গাছ লাগান।
সমিতির সম্পাদক শামিমুজ্জামান মুকুলে উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জিএম আনছারুল আজাদ, আবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ বসাক ও ইউপি সদস্যবৃন্দ। এসময় দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version