Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বঙ্গবন্ধু টুর্নামেন্টে দরগাহপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে বুধহাটা ইউনিয়নকে হারিয়ে দরগাহপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধহাটা ইউনিয়ন একাদশ ও দরগাহপুর ইউনিয়ন একাদশের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে শেখ ইমরান হোসনের গোলে দরগাহপুর এগিয়ে যায়। এরপর বুধহাটা বারবার চেষ্টা করেও দরগাহপুরের রক্ষণভাগ ভেদ করতে না পেরে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় শেখ ইমরান হোসেন। এছাড়া বুধহাটা দলের আব্দুল্যাহ ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছে।
এর আগে মোবাইল কনফারেন্সে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র আ.ব.ম মোছাদ্দেক, শেখ মিরাজ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ।
খেলা পরিচালনা করেন নাসিরউদ্দীন, আছাদুল হক, বাবলুর রহমান ও ইমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন জি এম সুরোত আলি বক্স ও ইউপি সদস্য বাচ্চু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version