আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব ১৭) টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় কুল্যা ইউনিয়নকে ০-৬ গোলে হারিয়ে দরগাহপুর ও শ্রীউলাকে ০-২ গোলে হারিয়ে আনুলিয়া বিজয়ী হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় নির্ধারিত সময়ে কুল্যা ইউনিয়ন ফুটবল একাদশকে ০-৬ গোলের ব্যবধানে হারিয়ে দরগাহপুর ইউনিয়ন একাদশ জয়লাভ করে। একই মাঠে বিকালে দিনের ২য় খেলায় শ্রীউলা ইউনিয়ন ফুটবল একাদশ ও আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় আনুলিয়া দল ২-০ গোলের ব্যবধানে শ্রীউলা ইউনিয়নকে হারিয়ে জয়লাভ করে।
8,772,102 total views, 3,825 views today