Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বঙ্গবন্ধু টুর্নামেন্টে বুধহাটা ও প্রতাপনগরের জয়

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ-১৭) টুর্নামেন্টের নকআউট পর্বের খেলায় প্রতাপনগর ও বুধহাটা বিজয়ী হয়েছে। নিজেদের ম্যাচে একাই পাঁচ গোল করেছে বুধহাটার আব্দুল্যাহ।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় নির্ধারিত সময়ে প্রতাপনগর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে আশাশুনি মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম একাদশকে হারিয়ে জয়লাভ করে।
একই মাঠে বিকালে দিনের ২য় খেলায় বুধহাটা ইউনিয়ন ফুটবল একাদশ ও কাদাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় বুধহাটা ৭-০ গোলের ব্যবধানে কাদাকাটিকে হারিয়ে জয়লাভ করে।
খেলায় বুধহাটার আব্দুল্যাহ একাই পাঁচ গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়। তাকে প্রত্যেক গোলের জন্য পাঁচশ টাকা উপহার দিয়ে উৎসাহিত করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক।
আজ (মঙ্গলবার) সকালে দরগাহপুর বনাম কুল্যা ইউনিয়ন ও বিকালে শ্রীউলা বনাম আনুলিয়া ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version