Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র অ্যাক্টিভেশন কর্মসূচি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ উপলক্ষ্যে অ্যাক্টিভেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইয়াং বাংলা এই কর্মসূচির আয়োজন করে।
ইয়াং বাংলার সাতক্ষীরা টিম লিডার শেখ ফারুক হোসেন’র সভাপতিত্বে অ্যাক্টিভিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, সাবেক মেম্বর বনমালী দাস। স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেন সুবজ হোসেন, শেখ হাবিব, হুমায়ন আহম্মেদ, তানভীর আহম্মেদ, আনারুল ইসলাম।
প্রসঙ্গত, তরুণ প্রজন্মের হাত ধরে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিআরআই ও ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছে। তারুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। অনুষ্ঠানে আশাশুনির বিভিন্ন এলাকার যুব সম্প্রদায়, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠন, সংস্কৃতিকর্মী অংশ গ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version