আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের (ফুটবল) ফাইনাল খেলায় বালক গ্রæপে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল ও বালিকা গ্রæপে বুধহাটা এনএস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় চাপড়া হিন্দোল যুবসংঘ মাঠে ফুটবল (বালক গ্রæপ) খেলায় কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয়কে নির্ধারিত সময়ে ২-৩ গোলে হারিয়ে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল (বালক) চ্যাম্পিয়ন হয়।
অপর খেলায় নির্ধারিত সময়ে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১-৩ গোলে হারিয়ে বুধহাটা এনএস স্কুল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন অরুন সানা, উত্তম মÐল ও সঞ্জয় বৈদ্য।
অন্যদিকে হ্যান্ডবলে বালক দলে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, কাবাডিতে বুধহাটা বিবিএম কলেজিয়েট বিদ্যালয় ও হ্যান্ডবল বালিকা গ্রæপে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
আশাশুনিতে গ্রীষ্মকালীন ফুটবলে বড়দল স্কুল ও বুধহাটা স্কুল উপজেলা চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/