কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর অক্লান্ত প্রচেষ্টায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে ডিজিটালাইজড হয়েছে মৌতলা হাইস্কুল, মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় তিনটিতে প্রবর্তন করা হয়েছে ডিজিটাল হাজিরা ও প্রত্যেকটি শ্রেণির কার্যক্রম চলছে মাল্টিমিডিয়ায় ডিজিটাল কনটেন্ট প্রদর্শনের মাধ্যমে। এছাড়া বিদ্যালয় তিনটির শ্রেণিকক্ষগুলো ও গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় নিয়ে আনা হয়েছে।
শিক্ষার্থীরা এখন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বিদ্যালয়ে হাজিরা দিচ্ছে। বড় পর্দায় ডিজিটাল কনটেন্ট দেখে শিক্ষা গ্রহণ করছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী স্কুল তিনটির ডিজিটালাইজেশন কার্যক্রম শেষ হওয়ায় তা পরিদর্শন করেন। এসময় তিনি মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য হিসাবে ২ লক্ষ টাকার চেক কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ এখলাছুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার গাইন, মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সেন, মৌতলা বাজার ব্যবস্থাপনা কামিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ম্যানেজিং কমিটির সদস্য আছাদুজ্জামান আকুল, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হুমাইন কবীর হান্টুসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী জানান, সমগ্র দেশ ডিজিটালাইজেশনের সুফল ভোগ করছে। রূপকল্প ২০২১ বাস্তবায়নে মৌতলার শিক্ষার্থীরাও এখন থেকে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। এতে গৃহীত শিক্ষা স্থায়ী হবে, শিক্ষার্থীরা আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হবে।
আ’লীগ নেতা সাঈদ মেহেদীর প্রচেষ্টায় ডিজিটালাইজেশনের আওতায় এসেছে মৌতলা হাইস্কুলসহ তিনটি বিদ্যালয়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/