Site icon suprovatsatkhira.com

আবাদের হাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আদালতের শো’কজ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভোটার তালিকায় অনিয়ম দুর্নীতি ও ত্রুটির কারণে ভোট বন্ধ রেখে ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর সহকারি জজ আদালত এ নোটিশ দেয়। আদালত সূত্রে জানা যায়, আবাদের হাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন নাশকতা মামলার আসামি। তিনি ভোটার তালিকায় একাধিক নাশকতা মামলার আসামিদের নাম অর্ন্তভুক্তিসহ ভোটার তালিকায় একই ব্যক্তির নাম দুইবারও অর্ন্তভুক্ত করেছেন। ম্যানেজিং কমিটির অগোচরে নিয়ম বহির্ভূত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সঠিকভাবে ভোটার তালিকা করতে আদালতে বাদী হয়ে মামলা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান। বিজ্ঞ আদালত দে.কা.বি. আইনের ৩৯ আদেশের ১ ও ২ এর রুল এবং ১৫১ ধারার বিধান মোতাবেক ভোট ও ভোটার তালিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রার্থনা করিলে আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন। আদালত সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রিজাইডিং অফিসার (পল্লী উন্নয়ন অফিসার) ও আবাদের হাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন। নোটিশ জারির ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে আদেশ দিয়েছেন আদালত। বাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং তাকে সহযোগিতা করেন আইনজীবী অ্যাডভোকেট এমএ মোশারফ হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version