Site icon suprovatsatkhira.com

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় : সাতক্ষীরাকে শতভাগ সাক্ষর জেলা হিসেবে গড়ে তোলার আহবান

গাজী আসাদ: সাতক্ষীরায় “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হান্নান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার দেওয়ান আকরামুল হক, জেলা নাগরিক আহবায়ক আনিসুর রহিম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার পরিচালক ইমান আলী, জাগরণী চক্রের প্রকল্প পরিচালক মো. ফিরোজ হোসেন, জেলা ব্র্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এখনো অনেক শিশু সাক্ষর জ্ঞান না পেয়ে ঝরে পড়ছে। আমাদের এই ঝরে পড়া বন্ধে জিও-এনজিও যৌথভাবে কাজ করতে হবে। আমাদের সাক্ষরতার হার ৭২.৯ থাকার কথা না, আরো বেশী থাকার কথা। কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারিনি বলেই আজ এই অবস্থা। আমরা শুধু লোক দেখানো কাজ করি। আসুন সেটা না করে সঠিকভাবে কাজ করি। এখন য²া নেই বললেই চলে। কারণ আমরা ভালোভাবে এটা মোকাবেলা করেছি। এভাবে যদি সঠিকভাবে কাজ করি তাহলে একটা সময় কেউ নিরক্ষর থাকবে না। সাতক্ষীরাকে শতভাগ সাক্ষর জেলা হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।
আলোচনা সভার আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version