ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য জলিল গাইনকে গ্রেফতার করেছে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক ফাড়ি পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জলিল গাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শস্করপুর এলাকার হাবিবুল্লাহ গাইনের ছেলে।
সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল।
পুলিশ জানায়, খুনের পর সে এলাকা থেকে পালিয়ে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালায় আত্মগোপন করে। পত্রিকায় ছবি দেখে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফাঁড়ি পুলিশ উপজেলার রাখালিয়াচালা এলাকার সরকার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাতে কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে মুখোশধারীরা চেয়ারম্যান মোশাররফকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার প্রধান আসামি জলিল গাইন গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/