Site icon suprovatsatkhira.com

৪৯ জন দুস্থের মাঝে অনুদানের চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ৪৯ দুস্থ মানুষের মাঝে এক লক্ষ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ডিজিটাল প্রশিক্ষণ কক্ষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তার ঐচ্ছিক তহবিল হতে এই চেক বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোনভাবেই দেশের উন্নয়নের গতিরোধ করা যাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়ন ও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে নানামুখি কর্ম পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশ ও বাঙালি জাতির উন্নয়ন চায়। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version