Site icon suprovatsatkhira.com

৪০ বছর ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ৬০ বছরের বৃদ্ধ

জিএম আজিজুল ইসলাম, ফিংড়ী: ৪০ বছর ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ৬০ বছরের বৃদ্ধ শুকুর আলী।
শুকুর আলী বিশ্বাস দহাকুলা-রহমতপুর গ্রামের বাসিন্দা। সংসারে স্ত্রী-ছেলেসহ ১৫জন সদস্য নিয়ে সরকারি খাস জমির উপর মাটির দেওয়াল ও গোলপাতার ছাউনি দিয়ে ঘর বেধে বসবাস করছেন তিনি।
শুকুর আলী বলেন, আমি ৪০ বছর ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার মটরভ্যান কেনার ক্ষমতা নেই। আমার বাবার কোন সম্পদ নেই। আমি সরকারি জমিতে আমার পরিবারের সদস্য নিয়ে বসবাস করি। প্রতিদিন সকালে বাড়ি থেকে পা ভ্যানটা নিয়ে আয় রোজগারের উদ্দেশ্যে বের হই। দিনে ভ্যান চালিয়ে যা আয় হয় তাই নিয়ে কোনো রকমে দিন চলে। আমার পরিবারের ১৫ জন সদস্যকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। তবে যদি কেউ সরকারিভাবে আর্থিক অনুদান দিত তা হলে আমি মটরভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারতাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version