আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন হবে আজ। উদ্বোধনী দিনে র্যালি, আলোচনা, কবিতা আবৃত্তিসহ কবি নজরুলের স্মরণে নানা আয়োজনে মুখর হবে সাতক্ষীরা।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কবি নজরুল ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রাজ্জাক ভূঞা।
এসময় আরও উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য আব্দুর রহিম, রেজাউদ্দিন স্ট্যালিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান।
সংবাদ সম্মেলনে মো. আব্দুর রাজ্জাক ভূঞা বলেন, কবি নজরুল ইনিস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সম্মেলন ১৯ সেপ্টেম্বর বুধবার শুরু হয়ে শেষ হবে ২১ সেপ্টেম্বর শুক্রবার। তিন দিনের কর্মসূচির মধ্যে প্রথম দিন, ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। পরে সম্মেলনের উদ্বোধন করবেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। এছাড়া কবি নজরুলের জীবনী নিয়ে আরও আলোচনা করবেন কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী মুহাম্মদ ওলিউল্লাহ ও তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আশুতোশ সরকার।
বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় কবিদের অংশগ্রহণে কবিতানুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান মো. আব্দুর রাজ্জাক ভূঞা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ ও কালিগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ গাজী আজিজুর রহমান। এসময় বিভিন্ন স্কুল কলেজে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে একই জায়গায় শুরু হবে জেলার স্থানীয় শিল্পী, দেশের বরেণ্য সংগীতজ্ঞ ও তালা, কলারোয়া ও সদর উপজেলার প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। এসময় অতিথি শিল্পী হিসেবে থাকবেন ড. লীনা তাপসী খান। তবে তৃতীয় দিন শুক্রবার পবিত্র আশুরা হওয়ায় ওই দিন সন্ধ্যার পরে কোন ধরণের সংগীতানুষ্ঠানের আয়োজন থাকবে না বলে ঘোষণা দেন তিনি।
এদিকে, জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জাতীয় কবি নজরুল ইনিস্টিটিউট। এতে জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন আজ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/