সেপ্টেম্বর ১৬, ২০১৮
হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ
![]() ইলিয়াস হোসেন, যুগিখালী (কলারোয়া): কলারোয়ার যুগিখালীর বাওড়, খাল-বিল ও জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। দুই দশকে এ এলাকা থেকে ১৫-২০ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। আর এতে হাটবাজারে দেশীয় মাছ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। 6,558,407 total views, 429 views today |
|
|
|