রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের আকবার তরফদারের ছেলে আব্দুল্লাহ তরফদারের হামলায় আহত ওয়ার্ড আওয়ামীলী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য গফ্ফার তরফদার বর্তমান সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে শ্যামনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সূত্র জানায়, গত বুধবার বিকালে আব্দুল্লাহ একই এলাকার নুরুর ছেলে রাশিদুলের মাধ্যমে গফফার তরফদারকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কালিঞ্চী দিঘির পাড়ে নিয়ে আসে। হঠাৎ আব্দুল্লাহ, তার ভাই আরিফ বিল্লাহ, হেলাল, মোহাম্মাদ ঢালীর ছেলে মনির ঢালী, মোমিন কাগুচীর ছেলে তাগবীর কোন কারণ ছাড়ায় গফ্ফারকে মারতে থাকে। এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, আব্দুল্লাহ তরফদার ইতোপূর্বে অস্ত্রসহ গ্রেফতার হয়।
এ বিষয়ে আব্দুল্লাহ বলেন, আমি বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন (পি.পি.এম) বলেন, গফ্ফারের বিষয়ে কোন মামলা হয়নি। তবে বর্তমানে আব্দুল্লাকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহ শ্যামনগর থানায় আটক ছিল বলে থানা সূত্রে জানা গেছে।
হামলায় আহত আ’লীগ নেতা গফ্ফার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/