চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে সড়কে নিরাপত্তা বিষয়ে গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি কুন্ডু, সহকারি শিক্ষিকা অর্পনা কর্মকার, শিক্ষক আব্দুল লতিফ মোড়ল, হালিমা আক্তার, শামীমা শিরিন নিলু, রেহেনা সুলতানা, জয়দেব কুমার নন্দী, মৌঝুরী চৌধুরী, হাফিজুর রহমান, আজিজুর রহমান, অর্জয় ব্রহ্ম, মিরানা ইসলাম, নন্দিতা শিকদার প্রমুখ।
9,097,393 total views, 1,532 views today