Site icon suprovatsatkhira.com

স্থানীয় সরকার শক্তিশালীকরণ: নাগরিক অংশগ্রহণ ও সামাজিক দায়বদ্ধতার উন্নয়ন বিষয়ক কর্মশালা

ডেস্ক রিপোর্ট: খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণ: নাগরিক অংশগ্রহণ ও সামাজিক দায়বদ্ধতার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী খুলনার সিএসএস আভা সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নবযাত্রা প্রকল্পের সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা কম্পোনেন্টের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
কর্মশালায় প্রকল্পের টেকনিক্যাল প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার খুলনার পরিচালক হোসেন আলী খন্দকার ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবযাত্রা প্রকল্পের গুড গভর্নেন্স এন্ড সোস্যাল একাউন্ট্যাবিলিটি ম্যানেজার নির্মল সরকার ও ইয়ুথ ডেভলপমেন্ট কোঅর্ডিনেটর মো. আশিক বিল্লাহ।
কর্মশালায় খুলনার বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য ইউনিয়ন পরিষদ সমূহকে আরো বেশি দায়বদ্ধতার সাথে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এবং কার্যকরী স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এ সময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নিরলসভাকে কাজ করার জন্য নবযাত্রা প্রকল্প সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা ও খুলনা জেলার স্থানীয় সরকার এর উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জনস্বাস্থ্য প্রকৌশলী, ডিআরআরও, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়াম্যান, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, সচেতন নাগরিক কমিটির (সনাক) প্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, প্রকল্পের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version