Site icon suprovatsatkhira.com

স্কুল ফুটবলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

সেলিম হোসেন, ধুলিহর: ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা ২০১৮ এর ফুটবল ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়েছে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা পিটিআই মাঠে কালিগঞ্জ জোনের বিপক্ষে ২-০ গোলে জয় পায় সাতক্ষীরা সদর জোনের ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
উত্তেজনাপূর্ণ এ খেলায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে গোল দুটি করে জাহিদ ও জুবায়ের। খেলা শেষে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, পল্লী মঙ্গল স্কুলের ক্রীড়া শিক্ষক জাহিদুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিজয়ী দলের অধিনায়ক রাসেল, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান ও প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version