ডেস্ক রিপোর্ট: গ্রেফতারের পর ছেড়ে দিয়ে চার ঘণ্টার মাথায় ফের গ্রেফতার করা হয়েছে হত্যা মামলার আসামি জামালউদ্দিনকে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় তলুইগাছার মাহাবুবার রহমান হত্যা মামলার পলাতক আসামি জামালউদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু তদবির বাণিজ্যের মুখে তাকে ২০ ঘণ্টা পর সাতক্ষীরা সদর থানা থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায় ‘থানায় সার্চিং দিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়নি। তাকে ভুল তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল’।
তবে মামলার বাদী নিহতের ভাই অ্যাড. জিল্লুর রহমান বলেন, মামলা সংক্রান্ত সকল কাগজপত্র এমনকি ১৬৪ ধারার জবানবন্দিও জমা দেওয়া হয়েছে পুলিশের কাছে।
এদিকে, সাতক্ষীরার কুখ্যাত চোরাচালানি বিপুল ও বাঁশদহা ইউপি সদস্য আবদুস সামাদের তদবিরে বহু টাকার বিনিময়ে জামালউদ্দিনকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পুলিশ রাতে ফের জামালউদ্দিনকে গ্রেফতার করে।
২০০১ সালের ৪ নভেম্বর সদর উপজেলার তলুইগাছার খড় বিলের ঘেরে নৃশংসভাবে খুন হন মাহাবুবার রহমান। ১৭ বছর আগের এ মামলার পলাতক আসামি জামালউদ্দিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি বাড়ি ফিরলে পুলিশের হাতে গ্রেফতার হয়। এ মামলার আরও তিন আসামি এখনও পলাতক।
সেই হত্যা মামলার আসামি জামালউদ্দিন ফের গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/