ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে সেখ হাসিনা সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সভাপতি শেখ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উন্নয়ন চিত্র তুলে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম, সহকারি শিক্ষক মারুফা খানম, নুরুন্নাহার বিথি, শারমীন আক্তার প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জি.ফুলবাড়ী দরগাহ শরীফ গাওছুল আযম শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাও. এরশাদ আলী।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/