Site icon suprovatsatkhira.com

সুমনা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

সুমনা ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার উদ্যোগে কলারোয়ার দুটি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়ার একরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এবং ৫৬নং বুইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সুমনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটা. এএসএম মাকছুদ খান, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি রোটা. এমএলতিফ সরদার, সাধারণ সম্পাদক রোটা. সুকদেব কুমার, রোটা. আবু মুছা, রোটা. মো. কামরুজ্জামান বুলু, রোটা. আসাদুজ্জামান, রোটারিয়ান রেজাউল ইসলাম, রোটা. এমএ জব্বার, একরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. সোহেল, বুইতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তহমিনা সুলতানা প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয় দুটিতে ফলজ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version