Site icon suprovatsatkhira.com

সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের : আবাদচন্ডীপুরের সেই ক্ষতিগ্রস্ত কালভার্ট পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সুপ্রভাত সাতক্ষীরায় খবর প্রকাশের পর শ্যামনগর উপজেলার আবাদচন্ডীপুরের সেই ক্ষতিগ্রস্ত কালভার্ট পরিদর্শন করলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। এ সময় তিনি স্থানীয় জনগণকে আগামী তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কারের আশ্বাস দেন।
রোববার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল কালভার্টটি পরিদর্শনে যান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. রিয়াজুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম গোলাম মোস্তফা, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউডিসি উদ্যোক্তা মো. এনামুল হক প্রমুখ।
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাদচন্ডীপুরে চুনা নদীর পাশে তৈরী কালভার্টের মাটিতে ধ্বস নামলে গত শনিবার (১৫ সেপ্টেম্বর) এলাকার কয়েকজন যুবক নিজ উদ্যোগেই কালভার্টের সংযোগ রাস্তা সংস্কার করেন। এই খবর দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় প্রকাশ হলে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় ইউনিয়নের চেয়ারম্যানের। পরে চেয়ারম্যান চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং যুব সমাজের সাথে মত বিনিময় করেন এবং রাস্তাটি সংস্কার করার আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি জানান, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এলাকার যুব সমাজ এই কাজে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই এবং কর্মসৃজন প্রকল্পের কর্মী দিয়ে খুব শীঘ্রই এই কালভার্টটি সংস্কার করা হবে। যাতে এই ওয়ার্ড তথা অত্র ইউনিয়নের জনসাধারণ নির্বিঘেœ যাতায়াত করতে পারে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version