ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সীমান্ত টেকনিক্যাল কলেজে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সীমান্ত টেকনিক্যাল কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সীমান্ত টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার শীলের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওসার আলী, সীমান্ত টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আল-আমিনুর রশিদ, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
এসময় এমপি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক নৌকা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র থেকে মহাকাশ জয় করেছে। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।’
প্রসঙ্গত, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ভবন নির্মাণ করছে।
সীমান্ত টেকনিক্যাল কলেজে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/