বাহলুল করিম: সাতক্ষীরার সর্ববৃহৎ ও সর্বাধুনিক হসপিটাল ‘সিবি হসপিটালে’ প্রথমবারের মতো সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখলো এক নবজাতক।
রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ডা. লিপিকা বিশ্বাসের তত্তাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় সিবি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিছুর রহমান নবজাতকের নানা শহরের পুরাতন কোর্ট মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ ও নবজাতকের বাবা মো. মাহবুবুর রহমানের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে কাজী কামরুজ্জামান ও হসপিটালের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
নবজাতকের বাবা মো. মাহবুবুর রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, মেয়ে সন্তানের বাবা হয়েছি। খুব ভাল লাগছে। আল্লাহর অশেষ রহমতে বাচ্চা ও মা দুজনেই ভাল আছে। সিবি হসপিটালের পরিবেশ ও সেবা অত্যন্ত ভাল।